বিশ্ব পানি দিবস-২৪ উপলক্ষে বরেন্দ্র অঞ্চলের জল ও জীবনের নিরাপত্তায় জলাধার সুরক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজশাহীর সাহেব বাজারে বরেন্দ্র ইয়ুথ ফোরাম (বারসিক) রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বরেন্দ্র অঞ্চরের পুকুর, দীঘি ও প্রাকৃতিক জলাধার ক্রমেই দখল ও ভরাট হয়ে যাচ্ছে। এতে এ অঞ্চলের প্রাণ-প্রকৃতি চরম ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে তাপমাত্র চরম ভাপাপন্ন হয়ে উঠেছে। এভাবে চলতে থাকলে একটা সময় এ অঞ্চলের মানুষকে খাবার পানির জন্য হাহাকার করতে হবে। জলধার ভরাটের পাশাপাশি ভূগর্ভস্থ পানি অপরিকল্পিতভাবে উত্তোলনের ফলে প্রকৃতি চরম ঝুঁকিতে রয়েছে। কাজেই এখনই ভূগর্ভস্থ পানির পাশাপাশি পুকুর, দীঘিসহ প্রাকৃতিক সব জলাধার সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে পানি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল, ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ- ইয়্যাসের সভাপতি সামিউল আলিম সাউন্ড, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, রাজশাহী জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সূএ: জাগোনিউজ
ইমি/পথিক নিউজ