W3Schools.com  

লিজার ভক্তদের জন্য সুখবর

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

ক্লোজআপ ওয়ান’ তারকা খ্যাত নতুন প্রজন্মের সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর। তিনি মা হতে যাচ্ছেন। লিজার বাবা হেলাল উদ্দিন গণমাাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

 

এ প্রসঙ্গে লিজার বাবা বলেন বলেন, ‌‘বর্তমানে লিজা দেশের বাইরে রয়েছে। স্বামীর সঙ্গে আমেরিকায় থাকে। আমরা সবাই সেখান থেকেই এ আনন্দের সংবাদটি জেনেছি। সবার কাছে ওদের জন্য দোয়া চাইছি।’

 

২০২৩ সালের নভেম্বরে লিজার বিয়ের খবর প্রকাশ্যে আসে। তার স্বামী আমেরিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। তবে এর আগে তার বিয়ে পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়।

 

লিজা ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। সেই থেকে তিনি নিয়মিত গান গাইছেন। তার বেশ কয়েকটি তুমুল জনপ্রিয় মৌলিক গান রয়েছে।

ইমি/পথিক নিউজ