অনলাইন ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের মধ্যে তাঁদের নাম আসে একদম প্রথমসারিতে। এমনকি, হাজার হাজার কোটি টাকাও কিছুই নয় তাঁদের কাছে। আর সেই কারণেই তো তাঁরা সমগ্ৰ বিশ্বেই পরিচিত। কিন্তু, হঠাৎ এমন কি ঘটল যে ইলন মাস্ক (Elon Musk), মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং বিল গেটস (Bill Gates) সহ আরও অন্যান্য কোটিপতিদের শতচ্ছিন্ন পোশাক পরে বস্তিতে কোনোমতে দিন গুজরান করতে হচ্ছে?
হ্যাঁ, প্রথমে বিষয়টি শুনে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি সামনে আসা কয়েকটি ছবিতে রীতিমতো এই চিত্রই ফুটে উঠেছে। শুধু তাই নয়, বিশ্বের শ্রেষ্ঠ সব ধনকুবেরদের এহেন অবস্থা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের। মূলত, Artificial Intelligence-এর মাধ্যমে তাবড় তাবড় ধনকুবেররা যদি “নুন আনতে পান্তা ফুরনো”-র মত অবস্থায় থাকতেন তাহলে তাঁদের দেখতে কেমন হত সেই ছবি সকলের সামনে তুলে ধরেছেন শিল্পী গোকুল পিল্লাই।
তিনি বিশ্বের একাধিক পরিচিত মুখকেই চরম দারিদ্রের মধ্যে এনে ফেলেছেন। যাঁদের মধ্যে রয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মার্ক জুকেরবার্গ, ওয়ারেন বাফে, মুকেশ আম্বানি, জেফ বেজোস এবং ইলন মাস্কের মত ব্যক্তিত্বরা।