W3Schools.com  

শিল্পী সমিতি ভারতীয় কালচার আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে:সোহেল রানা

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

চলচ্চিত্র শিল্পী সমিতি টাকা নিয়ে ভারতীয় সিনেমা দেশে এনে সয়লাব করে দিচ্ছে। দুই দিনের মধ্যে সেন্সর হয়ে যাচ্ছে। এগুলো ক্ষমতার অপব্যবহার ছাড়া কিছুই না। যতদূর শুনেছি, শিল্পী সমিতি ও অন্য একটি সমিতি এর সঙ্গে জড়িত। কথাগুলো বলেছেন বিশিষ্ট চলচ্চিত্র নায়ক ও প্রযোজক সোহেল রানা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতীয় সিনেমা মুক্তি দিতে হলে সমিতিকে টাকা দিতে হয়। এটা চরম অন্যায়। এভাবে সমিতি টাকা নিয়ে বিদেশি কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এটা মানা যায় না। ভারতীয় সিনেমা আমাদের দেশে আসুক। আমরা আটকে থাকতে চাই না। আমাদের সিনেমাও ভারতে যাক। তবে যেসব সিনেমা সেখানে পাঠানো হয় যেগুলো আমাদের দেশেই চলে না। সেখানেও সেটি বস্তার মধ্যে পড়ে থাকে। আমাদের দেশে গত ১০ বছরে কি ভালো সিনেমা তৈরি হয়নি? তিনি প্রশ্ন তুলে বলেন, শাকিবের ভালো-ভালো সিনেমা বাংলাদেশে নেই? যেগুলো ভারতে গিয়ে কাঁপিয়ে দিতে পারে। সেগুলো তো পাঠানো হয় না। পাঠায় কারা সেখানে তো কিছু প্রশ্ন থেকে যায়। সেখানে সমিতির কিছু করণীয় থেকে যাচ্ছে। সেগুলো তাদের করতে হবে। ইন্ডাস্ট্রির প্রয়োজনে প্রতিটি সমিতিকে পাশে দাঁড়াতে হবে।

ইমি/পথিক নিউজ