উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন বর্ষীয়ান এ শিল্পীর চিকিৎসা চলছে। ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজার’র সংবাদে এ তথ্য জানা গেছে।
শিল্পী অজয় চক্রবর্তীর মেয়ে কৌশিকী চক্রবর্তী এ জানান, ‘প্রয়োজনীয় কিছু টেস্ট ও চেক-আপ-এর জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই। বাবা সুস্থ আছে। আচরণ ও খাওয়া-দাওয়া স্বাভাবিক।’
বিজ্ঞাপন
সংগীতশিল্পী অজয় চক্রবর্তীর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করানো হয় অজয় চক্রবর্তীকে।
তিনটি আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গেছে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন।
সূ্এ: জাগোনিউজ
ইমি/পথিক নিউজ