বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর পার্কের শহিদ মিনারে গাইবান্ধা ফিল্যান্সার এ্যাসোসিয়েশনের আয়োজনে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৫ বিজয়ী ফ্রিল্যান্সার মোঃ শাহাদাৎ হোসেন শহীদকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে গাইবান্ধা পৌর শহরের দেশ আইটি সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ফ্রিল্যান্সার মোঃ শাহাদাৎ হোসেন শহীদ কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় তরুন ফ্রিল্যান্সার সালমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার সৌরভ, উর্মি, সোয়াদ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক তরুন তরুনী ফ্রিল্যান্সার অংশ গ্রহন করে।
এর আগে একটি আনন্দ র ্যালী শহরের পৌর পার্ক থেকে বের হয়ে বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে পৌর পার্ক শহীদ মিনারে এসে শেষ হয়।
তরুন ফ্রিল্যান্সার সালমান এর সঞ্চালনায় শাহাদৎ হোসেন শহীদ বলেন, এই ইয়্যুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন শুধু আমার একার নয় এটা পুরো গাইবান্ধাবাসীর অর্জন। সকলের সহযোগিতায় আমি এই অর্জন নিয়ে আনতে পেরেছি। তিনি আরো বলেন, দৃঢ় মনোযোগ দিয়ে কাজ করলে ফ্রিল্যান্সিং পেশায় প্রতিটি বাড়িতে এক একটি প্রতিষ্ঠান করে গড়ে তোলা সম্ভব।