কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে

লেখক: নুরে আলম জাহাঙ্গীর
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে

কাতার প্রতিনিধি: কাতারের রাজধানী দোহা থেকে ৯০ কিলোমিটার দূরে দোক্কান সমুদ্র সৈকতে সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে কাতারস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার ৩১ মার্চ দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্যদিয়ে এই আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঈদ আনন্দকে ভাগাভাগি করতে কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের সদস্যরা দোক্কান সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছিলেন।

সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লিমন ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন সরকার, মো: আনোয়ার হোসেন, কাউছার আহমেদ ভূইয়া, গিয়াসউদ্দিন সরকার, আব্দুল জলিল, রোমান মিয়া ও সেলিম রেজা সহ আরো অনেকে।

আনন্দ ভ্রমণের মধ্যে আরব সাগরের লবনাক্ত পানিতে সাঁতার কাটা ও ফুটবল খেলা ছিলো অন্যতম।

অনুষ্ঠান সফল করায় সকল অতিথি ও কাতারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির প্রধান ফয়সাল আহমেদ।

  • ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের উদ্যোগে ঈদ পরবর্তী আনন্দ
  • কাতারস্থ শিবপুর
  • ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে