ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ক্যারাম খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত মো. মারুফ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঈদের তৃতীয় দিন সংঘটিত এই ঘটনার দুই দিন পর, বুধবার (১১ জুন) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার তৃতীয় দিন (সোমবার, ৯ জুন) বিকেলে থলিয়ারা গ্রামের সরকার বাড়ি মোড়ে কয়েকজন যুবক ক্যারাম খেলছিল। খেলার একপর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। উত্তেজনা বাড়লে মারুফ তাদের শান্ত করতে এগিয়ে যায়।
এ সময় স্থানীয় সাচ্চু মিয়া ও তার ছেলে আবদুল্লাহর নেতৃত্বে মারুফের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, ছুরিকাঘাতে মারুফের তলপেটে গুরুতর জখম হয়। তাকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করেন।
ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে মারা যায় মারুফ।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “ঘটনার পর কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। আহত মারুফকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। তার মৃত্যুর পর সকালে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।”
নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায়।