ফরিদপুর জেলা প্রতিনিধি,ফরিদপুরের সালথায় একটি জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। মঙ্গলবার দিবাগত রাতে তিনটার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা মোন্তার মোড় সড়কের ইউছুফদিয়া ইজারা পাড়া এলাকায় খালের উপর নির্মিত পুরাতন ব্রিজটি ভারী বৃষ্টিতে ভেঙ্গে পড়ে বলে স্থানীয়রা জানান। এরপর থেকে এলাকার জনসাধারণ বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে।
স্থানীয়রা জানান, ইউসুফ দিয়া ইজারা পাড়ায় (২৫ বছর আগে) যাতায়াতের সুবিধার্থে এই সেতু টি নির্মাণ করা হয়েছিল। প্রতিদিন এই সড়ক দিয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামের মানুষ ব্যবহার করে থাকেন।
একজন ইজিবাইক চালক বলেন, গতকাল রাতে সেতুটি ভেঙ্গে পড়ায় যাত্রীদের চলাচলের সমস্যা হচ্ছে সেতুটি দ্রুত মেরামত করার জন্য জোর দাবি জানাচ্ছি।
উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, ব্রিজ টি ভেঙ্গে পড়েছে খবর পেয়েছি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী বলেন, এ বিষয়ে জেলা পর্যায়ে জান হয়েছে আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।