ডিপ্লোমা নার্সিং স্নাতক সমমানে রূপান্তরের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

লেখক: মো মনির হোসেন
প্রকাশ: ৩ দিন আগে
ডিপ্লোমা নার্সিং স্নাতক সমমানে রূপান্তরের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

মো মনির হোসেন : ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে জেলার নার্সিং ইনস্টিটিউট এর  শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা ‘ডিপ্লোমা কোর্স স্নাতক সমমান চাই’, ‘নার্সিং পেশাকে অবমূল্যায়ন নয়’, ‘বঞ্চনার অবসান ঘটাতে হবে’—এমন নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বর্তমানে বাংলাদেশে নার্সিং শিক্ষা ও পেশার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও ডিপ্লোমা কোর্সগুলো এখনও স্নাতক সমমানের স্বীকৃতি পাচ্ছে না। ফলে ডিপ্লোমাধারী নার্সরা নিয়োগ, উচ্চশিক্ষা, পেশাগত উন্নয়ন এবং বিদেশে চাকরির ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।

ডিপ্লোমা নার্সিং স্নাতক সমমানে রূপান্তরের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি বলেন, “ডিপ্লোমা কোর্স তিন বছর মেয়াদি এবং উচ্চতর প্রশিক্ষণসহ চার বছরের সমান মানের হলেও তা স্নাতক সমমান হিসেবে গণ্য করা হয় না, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।

তিনি আরও বলেন, “আমরা চাই সরকারের উচ্চ পর্যায়ে আমাদের এই দাবি পৌঁছে যাক এবং অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। নার্সদের অবদানকে সম্মান জানিয়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হোক। শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ।