দুই সন্তানসহ সড়ক দুর্ঘটনায় ইতালির ফুটবলার

লেখক:
প্রকাশ: ২ years ago
দুই সন্তানসহ সড়ক দুর্ঘটনায় ইতালির ফুটবলার

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইতালি ও লাৎজিওর ফুটবলার চিরো ইম্মোবিলে। ইতালির সংবাদ মাধ্যমের বরাতে মিরর জানিয়েছে, রোমে রোববার একটি ট্রামের সঙ্গে ইম্মোবিলের গাড়ির ধাক্কা খায়। যেখানে গাড়িতে তার দুই কন্যা সন্তান ছিল।

ইম্মোবিলের ইতালীয় ক্লাব লাৎজিও জানিয়েছে, দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তিনি। ফাটল ধরা পড়েছে তার পাঁজরেও। তবে সার্বিকভাবে ভালো অবস্থায় আছেন তিনি। রোমের একটি হাসপাতালে বিশেষজ্ঞের অধীনে তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন।

কি কারণে জন্ম হয় হিজড়া শিশু, কেন জড়ায় অনৈতিক কাজে

ইম্মোবিলের দাবি, ট্রামটা একটা সিগন্যালের লালবাতি না মানায় এ দুর্ঘটনা ঘটেছে।

ইম্মোবিলে ছাড়াও ৭ জনকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এদের মধ্যে ট্রামের যাত্রীও ছিলেন।

Notice Title

আপনার প্রিয় লিখা বা নিউজ পাঠিয়ে দেন আমাদের ইমেইলে- pothiknews@yahoo.com

২০১৯-২০ মৌসুমে লাৎজিওর জার্সিতে ৩৬ গোল করে সেবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন চিরো ইম্মোবিলে। শুধু ইতালি কেন, রবার্ট লেভান্ডোভস্কির ৩৪ গোল টপকে সেবার ইউরোপের সব লিগ মিলিয়ে সেরা গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন শু’ও জিতেছিলেন তিনি।

  • দুই সন্তানসহ সড়ক দুর্ঘটনায় ইতালির ফুটবলার