ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খাবারে বিষ মিশিয়ে প্রায় আড়াই হাজার হাঁস হত্যার অভিযোগ উঠেছে এতে ক্ষতিগ্রস্ত খামারি আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন
ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের স্কুলপাড়ার কবরস্থানের পাশের মাঠে অবস্থিত খামারে খামারি সামছু মিয়ার অভিযোগ পূর্ব শত্রুতার জেরে রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তাঁর হাঁসের খাবারে বিষ মিশিয়ে দেয় পরে বিষাক্ত খাবার খেয়ে ২ হাজার ৫০০ হাঁস মরে যায়
ক্ষতিগ্রস্ত খামারি সামছু মিয়া বলেন প্রায় ২০-২৫ বছর ধরে হাঁস পালন করে সংসার চালাই কিন্তু এক রাতে আমার সব শেষ হয়ে গেল আমি প্রশাসনের কাছে দোষীদের বিচার দাবি করছি
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তানভীর আহমেদ বলেন খামারটি পরিদর্শন করা হয়েছে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন মামলা হলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।