ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল স্কফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) রাত ২টা ২০ মিনিটের দিকে থানা এলাকার কালাছড়া তালগাছমুড়া ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। অভিযানের সময় ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া তালগাছমুড়া ব্রিজের উপর থেকে মোঃ কুদ্দুস মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ম মেনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত কুদ্দুস মিয়ার বাড়ি বিজয়নগর উপজেলার কালাছড়া গ্রামে। তিনি মিয়া চাঁনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক ও মাদক কারবারিদের নির্মূল করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”