ভালুকায় লাভেলো আইসক্রিম কারখানায় শ্রমিক আন্দোলন : নারী নেত্রীকে লাঞ্ছনার অভিযোগ

লেখক: জিহাদুল ইসলাম জিহাদ
প্রকাশ: ১ দিন আগে

ভালুকা উপজেলার তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম কারখানায় শ্রমিকদের আন্দোলন ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এখনো চলছে। নির্দিষ্ট সময়ে বেতন না দেওয়া, বছরের পর বছর বকেয়া বিল আটকে রাখা, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা না দেওয়া, এমন নানা অনিয়ম নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ।

১৯ সেপ্টেম্বর বিকেলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি অংশে প্রায় তিন ঘণ্টা অবরোধ করে।

তাদের অভিযোগ,

– ২০২৩ সালের জুলাই হতে ডিসেম্বর ও

– ২০২৪ সালের জুলাই হতে ডিসেম্বরের মূল বেতন ব্যাতিত অন্য সকল বিল বকেয়া রয়েছে

– ২০২৫ সালের ২টি বিল এখনো বকেয়া

– প্রতিমাসে বেতন পেতে হয় দফায় দফায় অনুরোধ করে

– মাতৃত্বকালীন ছুটি ও ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন নারী শ্রমিকরা

– *সাপ্তাহিক ছুটির কোনো নির্দিষ্টতা নেই; কোম্পানির ইচ্ছেমতো কোনো সপ্তাহে ছুটি হয়, আবার কোনো সপ্তাহে নয়।*

২২ সেপ্টেম্বর আন্দোলনরত শ্রমিকদের পাশে দাঁড়াতে গিয়ে *শ্রমিক ফেডারেশনের নারী নেত্রী মৌসুমী সরকার* লাঞ্ছনার শিকার হন। অভিযোগ রয়েছে, কোম্পানির পক্ষের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে তার গায়ে হাত তোলেন।

এ বিষয়ে লাভেলো আইসক্রিম কোম্পানির অ্যাডমিন কর্মকর্তা *আবু তাহের* জানান, “শুধু আগস্ট মাসের বেতন বকেয়া আছে।” তবে শ্রমিকরা তার এই বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেন।

বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর হস্তক্ষেপ বা তদন্তের উদ্যোগ দেখা যায়নি। আন্দোলনরত শ্রমিকরা তাদের ন্যায্য দাবির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।