হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামে ধানখেতে ঘাস কাটতে গিয়ে শিয়ালের হামলায় গুরুতর আহত হয়েছেন প্রাণেশ দাস (৩০) নামে এক কৃষক। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে প্রাণেশ দাস গরুর জন্য ঘাস কাটতে গ্রামের পাশের হাওড়ে যান। হঠাৎ ধানখেতের ভেতর থেকে একটি শিয়াল বেরিয়ে এসে আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণেশ দাস আতঙ্কিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে শিয়ালটি তার ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলে।
প্রাণেশের চিৎকার শুনে আশপাশের কৃষকরা দ্রুত ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন, ফলে তিনি প্রাণে রক্ষা পান। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, কৃষকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।