মাধবপুরে মাদ্রাসা সুপারের অপসারনের দাবিতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ২ years ago

মোঃ আব্দুল হান্নান

হবিগঞ্জের মাধবপুরে পৌর দাখিল মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুনীর্তি ও স্বজনপ্রীতির অভিযোগে বহিস্কার ও ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রাত্তন শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ আবজাল পাঠান, মোঃ আলী হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম খান, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন সরকারের সকল নিয়মনীতি ভঙ্গ করে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করে মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমান অনিয়ম, দুনীর্তি ও স্বজনপ্রীতি করে যাচ্ছে। তাই অবিলম্বে সুপারের অপসাধারন ম্যানেজিং কমিটি বাতিলের দাবি জানান। এ ব্যাপারে মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমানে সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।