ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের মোঃ মোশারফ হোসেন (৪০) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার গট্টি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নারায়নপুর রাস্তার মোড়ে এই হামলার ঘটনার ঘটে। আহত কৃষক মোশারফ নারায়নপুর গ্রামের সাহেদ মাতুব্বরের ছেলে।
মোশারফ এর পরিবার জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত বেশ কিছুদিন ধরে মোশারফ এর উপর হামলার হুমকি দিয়ে আসছিল। প্রতিপক্ষের রফিক মাতুব্বরের সমর্থকতা।
সালথায় কৃষককে হাতুড়ে দিয়ে পিটাল প্রতিপক্ষ
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে স্থানীয় বাজার থেকে ফেরার পথে নারায়ণপুর। মোড়ে মোশাররফের উপর অতর্কিতভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা চালায় রফিকের সমর্থক ৮-১০ জন যুবক। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। হামলার বিষয় বক্তব্য নেওয়ার জন্য রফিকুল মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন,নারনপুর এক কৃষকের উপর হামলার দুর্ঘটনায় অবগত হয়েছি। কিন্তু কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।