সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি, বিএনপি নেতা এডভোকেট মোঃ শামীম হোসেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার লালোর ইউনিয়নের বড়বড়িয়া, ত্রিমোহনী, ডাকমুন্ড ও শেরকোল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এসময় তিনি তৃণমূল বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
বড়বড়িয়া বাজারে গণসংযোগকালে ভিপি শামীম বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ করছি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। দলের কাছে মনোনয়ন চাইবো। যদি দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে মাঠে থেকে লড়াই করবো। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তবে তার হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করে দলের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ।”
এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।