আশুগঞ্জে ৩০ বোতল স্কফসহ একজন মাদক কারবারি গ্রেফতার

লেখক: আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ঘন্টা আগে
আশুগঞ্জে ৩০ বোতল স্কফসহ একজন মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল স্কফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ সদর ইউনিয়নের বড়তল্লা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. আরমান আলী মাসুম (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরমান আলী মাসুমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া এলাকায়। বর্তমানে তিনি সদর উপজেলার কলেজপাড়া (কুড়েরপাড়) এলাকায় বসবাস করেন। তার পিতার নাম বেলায়েত আলী।

অভিযান চলাকালে পুলিশ তার কাছ থেকে ৩০ বোতল স্কফ সিরাপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করে।

এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।