রাজনীতি ছাড়বেন না মাহি

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

সংসার ছাড়লেও রাজনীতি ছাড়বেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তার সংসার ভেঙ্গেছে। ফলে প্রশ্ন উঠেছে, রাজনীতিও কি ছাড়বেন তিনি? এ ব্যাপারে মাহির স্পষ্ট বক্তব্য তিনি রাজনীতি ছাড়বেন না। অভিনয় ও রাজনীতি সমান্তরালে চালাবেন। তৃণমূল থেকে নতুন করে রাজনীতি শুরু করবেন। তার শৈশব-কৈশোরে বেড়ে উঠা তানোর উপজেলায় রাজনীতি করবেন। তিনি বলেন, শুরুতে কেন্দ্র থেকে রাজনীতি শুরু করেছিলাম। এখন তৃণমূল বা শূন্য থেকে শুরু করব। উল্লেখ্য, মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে পরবর্তীতে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন। তিনি নৌকা প্রার্থীর কাছে পরাজিত হন। তারপর সংরক্ষিত নারী আসন থেকেও আওয়ামী লীগের মনোনয়ন চান। সেটাও তিনি পাননি।

ইমি/পথিক নিউজ