ঈদের নতুন নাটক ঝালমুড়ি

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ঝালমুড়ি’। পাপ্পুরাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব চন্দ্র দাস। এতে ঝুটি হয়ে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও সুজন হাবিব। নাটকটি প্রসঙ্গে অলংকার বলেন, একটি নিটোল প্রেমের গল্পে নাটকটি নির্মিত হয়েছে। সুন্দর একটি গল্পের নাটক। এর আগেও সুজন হাবিবের সাথে জুটি হয়ে কাজ করেছি। কাজগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি, নতুন এই কাজটিও সবার পছন্দ হবে। সুজন হাবিব বলেন, এটি একটি নিটোল প্রেমের গল্প। নাটকটি দর্শকের ভাল লাগবে। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা সঞ্জীব দাস বলেন, সবজি বিক্রেতা আমেনার মেয়ের প্রেমে পড়ে সাদেক আলী। ময়মনসিংহ থেকে আগত সাদেক আলী আমেনার দোকানের সামনে ঝালমুড়ির দোকান নিয়ে বসেন। সেই দোকানে আসে আমেনার মেয়ে রেশমি। সাদেক রেশমির প্রেমে পড়ে। রেশমির মা কোনভাবেই তার মেয়েকে সাদেকের হাতে তুলে দিতে চান না। সে তুলে দিতে চান পাড়ার মাস্তান রিপনের হাতে। নাটকটিতে আরো অভিনয় করেছেন রেশমি আলম, পারভেজ সুমন, সউদ প্রমুখ। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

ইমি/পথিক নিউজ