বাংলাদেশে মুক্তি পেয়েছে কুংফু পান্ডা-৪

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কুংফু পান্ডা’ সিক্যুয়েলের ৪ নম্বর সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে এটি এখন চলছে। কুংফু পান্ডা সিরিজের প্রত্যেকটি সিনেমাই বড় সাফল্যের মধ্য দিয়ে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিজের সর্বশেষ সিনেমা কুংফু পান্ডা-৩ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। এটি নির্মাণ করেছেন মাইক মিশেল। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন সিনেমাটি আরও সমৃদ্ধ, আরও মহাকাব্যিক, আরও মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করেছেন তিনি। আগের সিনেমায় পো’কে দেখা যায় এমন এক যোদ্ধার ভূমিকায়, যে সব সময়ই নিজেকে আগের চেয়ে আরও উন্নত করার চেষ্টায় ব্যস্ত। এবারের গল্পে আত্বিক শান্তির খোঁজে নতুন অভিযানে বেরিয়ে পড়তে দেখা যাবে তাকে। তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা নামের নতুন একটি চরিত্র। তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শথ্রু দ্য ক্যামেলিয়নের। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। কুংফু পান্ডা সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে, দ্বিতীয়টি ২০১১ সালে আর তৃতীয়টি ২০১৬ সালে। সবগুলো সিনেমাই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

ইমি/পথিক নিউজ