ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় উড়শীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাফেজ শাহাদুল্লাহ ব্লাড ডোনেশন ক্লাবের যৌথ উদ্যোগে রক্তদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।
১৬ ডিসেম্বর শনিবার সকালে সদর উপজেলার উড়শীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।
উড়শীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুমায়ূন কবীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. খোকন চন্দ্র দেবনাথ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, মেডিকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মনিরুল ইসলাম চয়ন হাজারী, মো. মোখলেছুর রহমান চৌধুরী প্রমুখ।
মনিরুল ইসলাম শ্রাবনের উপস্থাপনায় স্বাগত বক্তৃতা করেন উড়শীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা দেলোয়ার, বক্তৃতা করেন হাফেজ শাহাদুল্লাহ ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি কেফায়েত উল্লাহ্ ইমাম অন্যতম উদ্যোক্তা ও মো: সাব্বির হোসেন।
অনুষ্ঠানে উড়শীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান পরিবেশন করেন।