W3Schools.com  

কাজী সেলিম রেজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন নির্যাতিত আলমগীরের পরিবার

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদেশ্বরা গ্রামের নিরীহ আসহায় ও নির্যাতিত আলমগীর হোসেনের পরিবার সংবাদ সম্মেলন করেছে ভাদেশ্বরা গ্রামের কাজী বাড়ীর কাজী সেলিম রেজার বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া রির্পোটাস ক্লাবে ২০ নভেম্বর  সোমবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলনগীর হোসেন এর স্ত্রী তানিয়া আক্তার।এসময় উপস্থিত ছিলেন আলমগীরের মা নুরন্নাহার বেগম ,বোন সালমা বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা আক্তার।

লিখিত বক্তব্যে তানিয়া আক্তার বলেন,আমরা কাজী সেলিমের দ্বারা নির্যাতিত।আমার স্বামী আলমগীর সহ আমাদের গোটা পরিবারকে একের পর এক মিথ্যা  মামলা দিয়ে হয়রানি করে আসছে।আমার স্বামী, শাশুরী ও জা কে নানা ভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে।

 

আমার চাচা শশুর আবুল হাসেমের কাছ থেকে অবৈধ ভাবে ৮৫ শতক জায়গা ক্রয় করে কাজী সেলিম। পৈত্রিক সম্পদের থেকে আবুল হাসেম পাওয়া ৫০ শতক কিন্তু তিনি জোর পুর্বক ভাবে ৮৫ শতক বিক্রি করে কাজী সেলিমের কাছে এর পরই আমরা আদালতে একটি পিএনশন মোকদ্দমা দায়ের করি।এর পর থেকেই কাজী সেলিম আমাদের পরিবারের উপর নির্যাতন চালিয়ে আসছে।আমাদেরকে এ গ্রাম থেকে উচ্ছেদ করার জন্য একের পর এক মামলা করছে।কাজী সেলিম এ মাসেই আমার স্বামী আলমগীর কে আসামী করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে। যার নাম্বার  সি,আর ৩৫৭/২৩ ইং। সংবাদ সম্মেলনে তানিয়া সকল মিথ্যা মামলাসহ কাজী সেলিমের হাত থেকে রেহায় পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।