মৈন্দ বেপারহাটি মুরব্বিদের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

জাকির হোসাইন জিকু:  মৈন্দ বেপারহাটি মুরব্বিদের উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১নভেম্বর মঙ্গলবার বাদ আছর হইতে মধ্যরাত্র পর্যন্ত, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১নংমজলিশপুর ইউনিয়নের মৈন্দ বেপারহাটি মোঃবিল্লাল মিয়ার বাড়ীতে মৈন্দ বেপারহাটি মুরব্বিদের উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মওলা বেপারী মৈন্দ বেপারহাটি উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে নছিহত পেশকরেন, উস্তাদুল উলামা, জেলা ইসলামি ফ্রন্টের সাধারণ সম্পাদক পীরেতরিকত শাহসুফি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোস্তাক আহমদ কাদেরী আল-ওয়াসী কচুয়া এরফানিয়া দরবার শরীফ ও প্রতিষ্ঠাতা জামিয়া মতিনিয়া দাখিল মাদ্রাসা নাসিরনগর। বিশেষ আকর্ষণ তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান আজিজী আলকাদরী মাধবপুর, হবিগঞ্জ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন জিতু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃকামরুল হাসান, উস্থিত ছিলেন সাবেক সেনাসদস্য মোঃনুরে আলম, সদর উপজেলা আওয়ামী উপদেষ্টা নিয়াজ মোঃদুলাল, সদর উপজেলা ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃশাখাওয়াত হোসেন কামাল, মৈন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক ছাত্রলীগনেতা কাজী মোমিন হোসেন। প্রধান বক্তা হযরত মাওলানা ক্বারী মোঃরফিকুল ইসলাম আল হোসানী, বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ খলিল হাসান রেজা আলক্বাদেরী খতিব বারিউড়া কেন্দ্রীয় জামে-মসজিদ, হযরত মাওলানা জয়নাল আবেদীন রেফায়ী, খতিব মৈন্দ উত্তর পাড়া জামে-মসজিদ। এসময় উপস্থিত ছিলেন মোঃ দানা মিয়া, মোঃমনির হোসেন মনু মিয়া, মোঃসেলিম আহমদ মেম্বার, আব্দুল কাইয়ুম সাবেক মেম্বার । মাহফিল পরিচালনায় ছিলেন মোঃআব্দুন নুর, মোঃনান্নু মিয়া, আবু কাশেম,মনসুর আলী, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃআবু ছালেক বেপারী, আবু সোলেমান বেপারী, মালেক মিয়া, সহিদ মিয়া, মাহফুজ, শামীম,আলমগীর প্রমূখ। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন প্রবাসী মোঃআব্দুল্লাহ, রোমান, হুমায়ুন, আক্তার, মনির হোসেন, আল-আমিন, সুমন, ইয়াছিন সহ আরও অনেকেই। মাহফিল শেষে বিশ্বের সকল মুসলমানদের জন্য ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দেশওজাতির কল্যাণে বিশেষ আল্লাহপাকের দরবারে বিশেষ মোনাজাত করাহয় এবং তবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।