জীবনের বলা না বলা কথা  বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

লেখক: জাকির হোসাইন জিকু
প্রকাশ: ২ সপ্তাহ আগে
জীবনের বলা না বলা কথা  বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সমাজ পরিবার গ্রাম শহর নগর দেশ প্রবাস জীবনের সফলতা অর্জন রাষ্ট্র, বিশ্ব রাজনিতি  সব মিলিয়ে জীবনের বলা না বলা কথা নামক বইটিতে লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ১নং মজলিশপুর ইউনিয়নের  মৈন্দ ১নং ওয়ার্ডে ১৯৪৪ সালে জন্ম নেওয়া মোঃ ওসমান আলী  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স (B.A. Hons) এবং এমএ (M.A) অর্জনের পাশাপাশি University of Southern California, USA থেকে ১৯৮৩ সালে জনসংখ্যানীতিতে সম্মানজনক “Master of Public Administration – MPA” ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হতে অবসর গ্রহণ করেন। পাশাপাশি UNDP, UNFPA, UNESCO, WORLD BANK এর Consultant হিসেবে কাজ করেন। তার প্রকাশিত বই এবং জার্নাল ও ইংরেজি পত্রিকায় প্রবন্ধ রয়েছে।

‘জীবনের বলা না বলার কথা’ বইটিতে মোঃ ওসমান আলীর পূর্বপুরুষদের ইতিহাস থেকে শুরু করে গ্রামীণ জীবন, সমাজব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, রাজনৈতিক পরিবর্তন এবং স্বাধীনতা সংগ্রামের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দৃষ্টিভঙ্গি রয়েছেন। এটি ইতিহাস ও সমাজবিজ্ঞান নিয়ে আগ্রহীদের জন্য অত্যন্ত মূল্যবান একটি বই। তিনি ১নং মজলিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শাহরিয়ার মোঃ ফিরোজের বড় ভাই।

২রা এপ্রিল বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মৈন্দ উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে  মৈন গ্রামের কৃতি সন্তান সাবেক যুগ্ম সচিব মোঃ ওসমান আলীর লেখা জীবনের বলা না বলা কথা  বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মোড়ক উন্মোচন ও আলোচনায়  ১নং মজলিশপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাজী মুহাম্মদ  আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, সাবেক মেম্বার হাজী মোঃ রহমত আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৈন্দ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা কালীন শিক্ষক ও অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী মোঃবজলুর রহমান, মৈন্দ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম সরকার  , হাজী আবুল বাসার মাষ্টার, হাজী আহাম্মদ হোসেন মাষ্টার, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি  মোঃ নিয়ামত খাঁন, মোঃ শাহ আলম, এড.ইউনুছ আলী, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ জাকির হোসাইন জিকু, সরাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর মিয়া,  সাংবাদিক আক্তার হোসেন, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা মাহমুদ হায়দার, মোঃ হারুনুর রশিদ,  জাহাঙ্গীর হোসেন,  হুমায়ন কবির, আবুল হোসেন মুন্সী, নুরেআলম, নিয়াজ মোঃ দুলাল, মোঃ শরিফুল ইসলাম সরকার, মোঃ রফিকুল ইসলাম মাস্টার, ওয়াসিম হায়দার, ইশতিয়াক আহমদ রাসেল, শাহরিয়ার সোহাগ,মৈন্দ গ্রীণক্লাবের সাবেক সভাপতি মোঃ নাছির উদ্দিন, আব্দুল আওয়াল, মোঃ হাবিব মিয়া, হামদু মিয়া তুতা, মাসুম সরকার , কাওছার মুন্সী, মোয়াজ্জেম  মুন্সী, শাকিল আহমেদ সরকার, মোঃ জয়নাল আবেদীন, মিশন ভূইয়া প্রমূখ।

তিনি তার বইয়ে জীবনের দেখা শুনা জীবনের প্রতিটি মুহূর্তের বাস্তব গল্প সর্ব বিষয় তুলে ধরেছেন, দীর্ঘদিন পরিশ্রম করে তার লেখা  জীবনে বলা না বলা কথা বইটি এলাকার সহপার্টি শোভাকাঙ্খীদের নিয়ে বইয়ের বিস্তারিত সার্মর্ম ৪০ মিনট সময়ে বলতে পেরেও মোড়ক উন্মোচন করতে পেরে নিজেকে অনেক গর্বভোধ করেছেন ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন, তিনি সকলের নিকট  দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত বক্তারা  উনার প্রতি শ্রদ্ধা ভালবাসা প্রকাশ করেন এবং এলাকার বাস্তব  বিষয় গুলো বিস্তারিত লেখার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয়

  • জীবনের বলা না বলা কথা  বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত।