বিশেষ প্রতিনিধি:
রাজধানীর মিরপুরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় বিস্ফোরণে এক টেকনিশিয়ান ও তাঁর সহকারী দগ্ধ হয়েছেন। সোমবার রাত নয়টার দিকে ৬০ ফিট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন টেকনিশিয়ান কামরুজ্জামান জাহিদ (২৫) ও তাঁর সহকারী শিহাব ভূঁইয়া (২৫)। রাত সাড়ে ১০টার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুজনকে হাসপাতালে নিয়ে যান আতিকুর রহমান নামের এক ব্যক্তি। তিনি জানান, দগ্ধ দুজন তাঁর প্রতিষ্ঠানে কাজ করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুজনের হাত, পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। দুজনেই চাঁদপুর মতলবের বাসিন্দা।