W3Schools.com  

তুরাগ নদে ফরাসি প্রেসিডেন্টের নৌকা ভ্রমণ

লেখক: Md Emon
প্রকাশ: ১ বছর আগে

অনলাইন ডেক্স

এই নৌকা ভ্রমণে নদীকেন্দ্রিক, গ্রামীণ বাংলাদেশের জীবন ও জীবিকা এবং এই জলপথের সাথে জড়িত সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে ধারণা নেন মাখোঁ।

বাংলাদেশ সফরের শেষ দিকে সোমবার (১১ সেপ্টেম্বর) তুরাগ নদে নৌকা ভ্রমণ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আকষ্মিক সফরে তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

এই নৌকা ভ্রমণে নদীকেন্দ্রিক, গ্রামীণ বাংলাদেশের জীবন ও জীবিকা এবং এই জলপথের সাথে জড়িত সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে ধারণা নেন মাখোঁ।

তথ্যমন্ত্রী তার ফেসবুকে দুটি ছবি আপলোড করে লেখেন, তুরাগ নদে নৌকা ভ্রমণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সেলফি। তিনি নৌকা ভ্রমণ ভীষণ উপভোগ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে রবিবার ঢাকায় আসেন মাখোঁ। গত তিন দশকে কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর এটি। সর্বশেষ ১৯৯০ সালের ২২-২৪ ফেব্রুয়ারি তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া মিতেরঁ বাংলাদেশ সফর করেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট মাখোঁ। এর আগে তার সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দেন।

এই সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী বাংলাদেশ ও ফ্রান্স।

পথিক নিউজ/ মো:ইমন