W3Schools.com  

নাসিরনগরে এসএসসি  পরীক্ষায় জিপিএ -৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখক: Md Emon
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২৪ আগস্ট উপজেলা প্রশাসনের আয়োজনে  সকালে পরিষদ অডিটরিয়ামে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন এঁর   সভাপতিত্বে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল,  সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন, সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন সরকার, জাইকা মোমেনুল ইসলাম,  সাংবাদিক মুরাদ মৃধা,মাধ্যমিক সহকারি কর্মকর্তা রহিমা খাতুন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, ভলাকুট ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান গিলমান, শিক্ষার্থী মাসুদ হোসাইন রানা, মাহমুদা আক্তার প্রমুখ। সভার শেষে প্রধান অতিথি ৪২ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেষ্ট ও গাছের চারা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষ সহ শিক্ষার্থীগণ।

প্রতিনিধিঃ সুজিত কুমার চক্রবর্তী