নাসিরনগরে টিকটক ভিডিও ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

লেখক: ইয়াছিন চৌধুরী
প্রকাশ: ৪ মাস আগে
নাসিরনগরে টিকটক ভিডিও ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় টিকটক ভিডিওকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২১ জুন) রাত ১০টার দিকে উপজেলার সদর এলাকার কৃষি ব্যাংকের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নুরপুর গ্রামের ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আশুরাইল গ্রামের জামাল উদ্দিনের মেয়ে তৃষা ও কুলিকুণ্ডা গ্রামের আবির একসাথে একটি টিকটক ভিডিও ধারণ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা তৃষার পরিবারের নজরে আসে।

অভিযোগ রয়েছে, আবিরের চেহারা নুরপুর গ্রামের আকরামের সঙ্গে মিলে যাওয়ায় তৃষার বাবা জামাল উদ্দিন ও তার সঙ্গীরা ভুলবশত আকরামকে অভিযুক্ত করে। পরে রাস্তা থেকে তুলে নিয়ে তাকে মারধর করে নিজেদের বাড়িতে আটকে রাখে।

নাসিরনগরে টিকটক ভিডিও ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

এই খবরে আকরামের আত্মীয়-স্বজন ছুটে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুরুতর আহত হন জামাল উদ্দিন (৫৫), মো. রনি (৩০), একরাম মিয়া (১৮), আজাদ (৩৩), আরিফুল ইসলাম (১৯) প্রমুখ।

জানা যায়, সংঘর্ষ থামাতে গিয়ে জামাল উদ্দিনের স্ত্রীও গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।