মোঃ আব্দুল হান্নান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার তিতাস নদীর নাসিরনগর অংশের পুন:খনন শীর্ষক প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
এ উপলক্ষে ২৫ এপ্রিল ২০২৩ রোজ মঙ্গলবার বিকালে কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামবাসীর আয়োজনে স্থানীয় সরকারি খেলার মাঠে পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো: মনজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
মো: সাইফুল ইসলাম লিকু‘র সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া রেজা হাকিম,কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডঃনাছির উদ্দিন ভূইয়া,ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেন,,কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক,উপজেলা যুবলীগের আহ্বায়ক রায়হান আলী ভূইয়া,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন,উপজেলা মহিলা লীগের সদস্য সচিব শাহানা বেগম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সম্পাদক ও স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের আওতায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ১২ কিলোমিটার নদী এলাকা পুণঃ খনন কাজ শেষ হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে,নৌ চলাচল ও সেচ সুবিধা বৃদ্ধি পাওয়া ছাড়াও আরো বিভিন্ন সুযোগ সুবিধা হবে বলে জানা গেছে।