বোলারদের দারুণ নৈপুণ্যে জিম্বাবুয়েকে খুব অল্পতেই বেধে রেখেছিল নেদারল্যান্ডস। পরে ম্যাক্স ও’ডাউডের ফিফটিতে তুলে নিল সহজ জয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে বুধবার ৫ উইকেটের জয় তুলে নেয় নেদারল্যান্ডস। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ ওভার হাতে থাকতে জয় তুলে নেয় দলটি। এই হারে আসরে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল পাকিস্তানকে হারিয়ে চমক দেখানো জিম্বাবুয়ের।
সুপার টুয়েলভ পর্বে নেদারল্যান্ডসের এটি প্রথম জয়। আগের তিন ম্যাচেই হারায় তাদের শেষ চারের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল।
অ্যাডিলেডে এদিন টস জিতে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১১৭ রান করতে পারে জিম্বাবুয়ে। ৩ উইকেটে ৬৮ রান তুললেও শেষ ৭ উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান যোগ করতে পেরেছে দলটি।
সিকান্দার রাজা ২৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন তিনটি করে চার ও ছক্কায়। ২৩ বলে ৩ চারে ২৮ রান করেন শন উইলিয়ামস।
জিম্বাবুয়ের শুরুটাই ছিল হতাশার। পাওয়ার প্লেতে টপ অর্ডারের প্রথম তিন ব্যাটারকে হারিয়ে মাত্র ২০ রান করতে পারে দলটি। ওয়েসলি মাধেভেরে (১), ক্রেইগ আরভিন (৩), রেজিস চাকাভার (৫) কেউই পারেননি দুই অঙ্ক ছুঁতে।
এরপর দলটির সবচেয়ে বড় দুই তারকা শন উইলিয়ামস ও সিকান্দার রাজা দলকে পথে ফেরানোর লড়াই শুরু করেন। চেষ্টা চালান পাল্টা আক্রমণের।
তবে ১২তম ওভারে তাদের ৩৫ বলে ৪৮ রানের জুটি ভাঙার পরই আসা যাওয়ার মিছিল শুরু হয় জিম্বাবুয়ের ইনিংসে।
উইলিয়ামসকে ফিরিয়ে বিপদজনক জুটি ভাঙা পল ফন মিকারেন সর্বাধিক ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন ব্র্যান্ডন গ্লোভার, লোগান ফন বিক, বাস ডি লিডি।