W3Schools.com  

পড়াশোনায় ভালো করার দুই কারণ

লেখক:
প্রকাশ: ৫ মাস আগে

পরীক্ষায় ফেল করা এক ছাত্রকে শিক্ষক বলছেন—

শিক্ষক: তুমি এবারও ফেল করেছ, পড়াশোনায় মন দাও না কেন?

ছাত্র: স্যার, পড়াশোনা হয় মাত্র দুটি কারণে, প্রথমত ভয় আর দ্বিতীয়ত শখ।

শিক্ষক: তোর কোনটা নেই?

ছাত্র: স্যার আমি কোনো কারণ ছাড়া শখ লালন করি না, আর কাউকে সে ভয় পাই না।

 

****

 

বিজ্ঞাপন

 

ক্লাস সেভেনে বছরের সেরা তিন বছর

বাবা: খোকা, ক্লাস সেভেনে উঠে তোমার কেমন লাগছে?

খোকা: খুবই খারাপ, বাবা।

বিস্তারিত লিঙ্কে দেখুন……

বাবা: বলো কী! কেন? ক্লাস সেভেনেই তো আমি আমার জীবনের সেরা তিনটা বছর কাটিয়েছি

সূএ:জাগোনিউজ

ইমি/পথিক নিউজ