পরীমনি আর্জেন্টিনার পাগল ভক্ত; মেসির হাতে দেখতে চান বিশ্বকাপ

কাতার বিশ্বকাপে দেশের দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমনির প্রিয় দল আর্জেন্টিনা। তিনি ভালোবেসেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির খেলা। মেসির হাতে চান বিশ্বকাপ। প্রতিনিয়ত ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়ছে। মাত্র ১ দিন বাকি, তারপরই শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এই খেলা নিয়ে বাংলাদেশে ইতোমধ্যে প্রিয় দলের ভক্ত-সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।

তবে পরীমনি অভিনয়ের পাশাপাশি একজন ক্রিয়াপ্রেমী মানুষ। ক্রিকেটে তিনি নিজ দেশের সাপোর্টার। তবে ফুটবলে তার প্রিয় দল ল্যাতিন পাওয়ার হাউস মেসির আর্জেন্টিনা। নিজের পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে পরী বলেন, ‘খেলাধুলা আমি ছোটবেলা থেকেই পছন্দ করি।

ফুটবল বিশ্বকাপের যে প্রভাব এর সাথে কিশোর বয়স থেকেই আমি পরিচিত। বিশ্বকাপ আসলে নিজ এলাকার সিনিয়র জুনিয়রদের মধ্যে যে উন্মাদনা দেখতাম সেখান থেকেই গোল বলের প্রেমে পড়ে যাই আমি।’

এই নায়িকা বলেন, ‘এরপর দল হিসেবে পছন্দ করলাম মারাদোনার আর্জেন্টিনাকে। আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন আমার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতাম। তারপর এলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। ]

তাকে নিয়ে বলে শেষ করিা যাবে না। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত। বহু বহু ম্যাচ তিনি আনন্দে পূর্ণ করেছেন, মন ভরিয়েছেন। তিনিই এখন আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হবো। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার।’

ছেলেকে নিয়ে এবারের বিশ্বকাপে খেলা দেখার কথা জানান তিনি। এছাড়াও পরী বলেন, ‘রাজ্য এখন ছোট। ওর জন্য এমনিতেই রাতে জেগে থাকতে হবে। তাই এবারের বিশ্বকাকাপটি ছেলেকে সঙ্গে নিয়ে দেখতে পারব। এটা ভেবে আনন্দ হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *