কয়েক ঘণ্টা পর পর্দা ওঠতে যাচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ

লেখক:
প্রকাশ: ২ years ago

২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কাতারে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। একই সঙ্গে কাতার ফুটবল দলটিরও অভিষেক হচ্ছে। আল-বাইত স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মরুর দেশে শুরু হচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ।’

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে কাতার। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মুখোমুখি হবে কাতার-ইকুয়েডর। তার আগে বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের আল-বাইত স্টেডিয়ামে  হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিটিএস গায়ক জাংকুক। জাংকুক ছাড়াও থাকছেন ক্যামিলো, সেবাস্তিয়ান ইয়াত্রা ও ক্যানেল। যেখানে বিশ্বকাপ উপলক্ষ ক্যামিলো গেয়েছেন ‘অ্যারোপুয়ের্তো’, সেবাস্তিয়ান গেয়েছেন ‘উলাই’। আর ক্যানেলের ‘তোক’ গানটি উৎসর্গ করা হয়েছে স্প্যানিশ ফুটবল দলকে।

২০১০ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষিত হয়, যেখানে শুরু থেকেই নানা বিতর্ক কাতার বিশ্বকাপের সঙ্গী ছিল। তবে সবকিছুকে পেছনে ফেলে কাতারের ১২ বছরের পরিশ্রম সফল হতে যাচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা করছেন, ইতিহাসসেরা ফুটবল বিশ্বকাপ হবে এবার। বিশ্বকাপের আগে ফিফা সভাপতি বলেন, ‘দোহা প্রস্তুত। কাতার প্রস্তুত। ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে এবার।’

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

  • Qatar
  • ইকুয়েডর
  • কয়েক ঘণ্টা পর পর্দা ওঠতে যাচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ
  • কাতার
  • ফুটবল বিশ্বকাপ
  • লুসাইল আইকনিক স্টেডিয়াম