W3Schools.com  

পলাশে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

লেখক: Fardin Hasan
প্রকাশ: ১১ মাস আগে

মোঃ ফারদিন হাসান দিপ্তঃ “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা সম্মেলন কক্ষে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া সিগ্ধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা শাহীন সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি,উপজেলা মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার মোজ্জামেল হক মন্টু ও শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল প্রমূখ।