পলাশে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

লেখক: Fardin Hasan
প্রকাশ: ১ মাস আগে

মোঃ ফারদিন হাসান দিপ্ত, নরসিংদী প্রতিনিধি:

“স্মার্ট বাংলাদেশ গড়ি, স্বার্থে কৃএিম বুদ্ধিমওা ব্যবহার করি” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে আজ শুক্রবার সকালে “বিশ্ব ভোক্তা অধিকার দিবস” পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রিজা আক্তার,ক্রেতা সুরক্ষা আন্দোলন পলাশ শাখার সভাপতি বিল্লাল হোসেন ও সাধারন সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

  • পলাশ
  • ভোক্তা
  • ভোক্তা অধিকার দিবস