পুঁজিবাজারে পতন এশিয়ার হলেও ঊর্ধ্বমুখী টোকিও

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে গতকাল সোমবার পতন হয়েছে। তবে টোকিও পুঁজিবাজারের প্রধান মূল্যসূচক নিক্কেই ২২৫ দিনের প্রথম অধিবেশনে রেকর্ড ঊর্ধ্বমুখী ছিল। খবর: এপি।

 

সোমবার নিক্কেই ২২৫ সূচক শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯ হাজার ৩০৯ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে। এর আগে গত বৃহস্পতিবার সর্বকালের সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করে সূচকটি।

 

এদিকে মুদ্রাবাজারে ডলারের বিপরীতে ইয়েনের দর কমেছে। ইয়েনের দর ১৫০ দশমিক ৪৭ থেকে ১৫০ দশমিক ৪৯ হয়েছে। ইয়েনের দর কমার কারণে বিদেশি বিনিয়োগকারীরা জাপানের শেয়ারে বিনিয়োগ বৃদ্ধি করেছেন বলে মনে করছেন এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনস। তিনি বলেন, বিনিয়োগকারীরা চীনের পুঁজিবাজারেও বিনিয়োগ বাড়িয়েছেন। গত কয়েক মাস নিম্নমুখী থাকার পর চীনের পুঁজিবাজারও বর্তমানে ঊর্ধ্বমুখী। এদিন ইউরোর দর ১ দশমিক ০৮২৩ থেকে কমে ১ দশমিক ০৮১৮ হয়েছে।

 

 

গতকাল হংকংয়ের হ্যাং সেং সূচক শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। এতে পয়েন্ট নেমে এসেছে ১৬ হাজার ৬০৬০ দশমিক ৩১-এর স্তরে। একই ধারায় কমেছে সাংহাই কম্পোজিট সূচক, পয়েন্ট দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৪ দশমিক ৭৪-এ।

 

এশিয়ার অন্য পুঁজিবাজারগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ কিছুটা পরিবর্তন হয়ে ৭ হাজার ৬৪১ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। তাদের সূচক কমেছে শূন্য দশমিক ১ শতাংশের কম। দক্ষিণ কোরিয়ার কোসপি শূন্য দশমিক ৮ শতাংশ কমে ২ হাজার ৬৭৪ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করছে।

 

এদিকে ভারতের পুঁজিবাজারেও পতন অব্যাহত। গত শুক্রবারও দেশটির বাজারে সামান্য পতন হয়েছিল। গতকালও সেই ধারা অব্যাহত রইল। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স প্রায় শূন্য দশমিক ৪৮ শতাংশ বা ৩৫২ দশমিক ৬৭ পয়েন্ট হ্রাস পেয়ে হয় ৭২ হাজার ৭৯০ দশমিক ১৪। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি প্রায় শূন্য দশমিক ৪১ শতাংশ বা ৯০ দশমিক ৬৫ পয়েন্ট নিম্নগামী হয়েছিল ২২ হাজার ১২২ দশমিক ০৫-এর স্তরে।

 

বিশ্লেষকরা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে বিনিয়োগকারীরা ওয়াল স্ট্রিটের দিকে নজর রাখছেন। যুক্তরাষ্ট্রের নীতি সুদহার বৃদ্ধি বা কমার বিষয়ে বৈঠক, কর্মসংস্থান, ডলারের দর বৃদ্ধি, মূল্যস্ফীতি, তেলের দর ওঠানামা, জাপানের রেকর্ডÑএসব বিষয়ে আগ্রহ রয়েছে বিনিয়োগকারীদের। এছাড়া কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের ফলও বাজারে প্রভাব ফেলছে।

ইমি/পথিক নিউজ