ফেব্রুয়ারিতে ভোট স্বাগত জানিয়ে এবং মোবাইল ডিজিটাল পদ্ধতিতে ভোট ও নির্বাচন আয়োজনের দাবি জানান আল্লামা ইমাম হায়াত

লেখক: মঈনউদ্দিন
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

চট্টগ্রাম প্রতিনিধি, মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল World humanity revolution বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

আল্লমা ইমাম হায়াত বলেন, ইনসানিয়াত বিপ্লব আগে থেকেই বলে আসছিলো এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযোগী নয়।

আল্লামা ইমাম হায়াত বলেন, শুধু নির্বাচনের সময় ঘোষণাই যথেষ্ট নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত হতে হবে।

উপদেষ্টা পরিষদ থেকে দলীয় ব্যক্তিদের অব্যাহতি ছাড়া দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত নির্বাচনী সরকার হবেনা এবং ফলে সঠিক নির্বাচনও হবেনা বলে আল্লামা ইমাম হায়াত সতর্ক করেছেন।

বর্তমান বুথভিত্তিক সেকেলে পদ্ধতিতে ভোট প্রদান নিরাপদ নয় এবং দেশের ভিতরের ও বাইরের প্রায় অর্ধেক নাগরিক ভোট দিতে পারবেন না বিধায় মোবাইল ডিজিটাল পদ্ধতিতে ভোট ও নির্বাচন আয়োজনের দাবি জানান আল্লামা ইমাম হায়াত।