ফ্রেন্ডস বিজনেস ইউনিট এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ আলোচনা সভা (এজিএম) অনুষ্ঠিত

জাকির হোসাইন জিকুর : ব্যবসায়ীদের একত্র করে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার লক্ষে কাজ করছেন ফ্রেন্ডস বিজনেস ইউনিটি, এই লক্ষে সংগঠনের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট সন্ধায় ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোডস্থ গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টে  ফ্রেন্ডস বিজনেস ইউনিট (FBU) এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ আলোচনা  সভা (এজিএম)অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বার্ষিক সাধারণ আলোচনা সভাটি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন।

ফ্রেন্ডস বিজনেস ইউনিট (FBU) এর চেয়ারম্যান মোঃ শাহজালাল এর সভাপতিত্বে

ও সাধারণ সম্পাদক   মোঃ সোহেল মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) এস,এম সোহেল,  পরিচালক মোঃ নাছির উদ্দিন, মোঃ ওসমান গণী, মিজানুর রহমান, মুনির মুস্তাকিম ও সংগঠনের সদস্যবৃন্দ প্রমূখ।

আলোচ্য সুচীর মাঝে ছিল  আয়-ব্যয় উপস্থাপন ও  সদস্যবৃন্দের আয়-ব্যয়ের উপর আলোচনা ও প্রশ্ন পর্ব, আগস্ট ২০২৩ইং হতে আগস্ট ২০২৪ইং ভিশন নিয়ে আলোকপাত। মাসিক চাদা ও এককালীন চাদা সংক্রান্ত, র্য্যাফেল ড্র এর পুরস্কার ও উপহার বিতরণ এবং খাবার বিতরণ শেষে সমাপ্ত ঘোষণা করাহয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *