বাঞ্ছারামপুরে পরকীয়া প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

লেখক:
প্রকাশ: ২ years ago

বাঞ্ছারামপুর প্রতিনিধি : বাঞ্ছারাপুরে পরকীয়া প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলেন প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বাহাদুর পুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাগেছে সৌদি আরব প্রবাসী স্বামী মনির হোসেনের অনুপস্থিীততে তার স্ত্রী রিনা আক্তারের (৩৪) সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে পাশ্ববর্তী বাড়ির  মৃত সামসুল হকের ছেলে সাহাদাৎ হোসেন (৩৩)।  খুজ নিয়ে জানা যায় সাহাদাৎ এর বিয়ে অনত্র ঠিক হওয়ায় বিষটি মানতে পারেনি রিনা আক্তার। মঙ্গলবার রাতে প্রেমিক সাহাদাৎকে ঘরে ডেকে নিয়ে কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রিনা আক্তার। আশাঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থা অবনতি দেখে কতর্ব্যরত চিকিৎসক শেখ হাসিনা বার্ণ েএন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রের্ফাড করেন। এ খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে রিনা আক্তারকে  আটক করে। পরে আজ তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠায় পুলিশ। এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানায় অভিযোগ দায়েরকারী সাহাদৎ হোসেনের বোন রাশিদা বেগম বলেন, আমার ভাইকে ফুশলিয়ে ঘরে নিয়ে রিনা আক্তার এ ঘটনা ঘটিয়েছে। আমি রিনা আক্তারে শান্তি চাই। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো: নূরে আলম ঘটনার সততা নিশ্চিত করেছেন। আজ সকালে রিনা আক্তারকে ব্রাহ্মণবাড়িয়ায় আদলতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ে ছে।