আমিনুল ইসলাম ইকবাল, বিজয় নগর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া ৩ আসনে নৌকা প্রার্থীর পক্ষে বিজয়নগর, ১ নং বুধন্তী ইউনিয়নে ঐতিহ্যবাহি মোল্লা পাড়ায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকের এম এ ইকবাল ব্রাহ্মণবাড়ীয়া ডিজিটাল স্কুলের ব্রাঞ্চপ্রোমোটর ও ১নংবুধন্তী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন মোল্লার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন ১ নং বুধন্তী ইউনিয়ন চেয়ারম্যান কাজী সায়েদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্রাকের সাবেক পরিচালক, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়ীয়া জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান। তিনি বক্তব্য বলেন, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বিজয়নগর বিনির্মানে নৌকায় ভোট দিয়ে, জয়যুক্ত করতে আহবান জানান। সাগ্বত বক্তব্যে দেন মোল্লাপাড়ার পক্কে জনাব মোঃ মাজহারুল হক তিনি সমাজের সংগতি অসংতি নানা ধরনের চিত তুলে ধরেন। প্রধানআলোচক বক্তব্যকালে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ী- ৩ সদর বিজয় নগরে উন্নয়নে র আ ম উবায়দুল মোকতাদিরের চৌধুরীর বিকল্প নেই। বিজয়নগরের শিক্ষা নগরীর প্রবর্তক মোল্লাপাড়ার উঠান বৈঠকে আরো বলেন, আমার গ্যাস আমর জ্বালানি, আমি জ্বালব, সরকারী মেডিক্যাল,কলেজ, বিশ্ববিদ্যালয়, কর্মসংস্থানের ব্যবস্থা করনে অসমাপ্ত উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, বিশ্ব শান্তির মডেল কন্যাকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করতে জোর দাবী করেন। আধুনিক ইসলাম পুরকে ঢালাও ভাবে সাজাতে নৌকা প্রতিকে নির্বাচিত করে সহযোগিতার হাতকে শক্তিশালী করতে স্থানী সকলে ভোটার কেন্দ্রগিয়ে ভোট দিতে। স্থানীয়সরকারে জননন্দিত চেয়ারম্যান কাজী সায়েদুল ইসলাম, উঠান বৈঠকে ইউনিয়ন বাসীর উদ্দেশ্য করে বলেন, আমার নেতা, ৭ই জানুয়ারি ২০২৪ইং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচিত করলে তাঁর উন্নয়ন ইস্তিহারে উল্লেখ করেন ইসলাম পুর ভাংগা ব্রিজ হতে শাহাজাদাপুর পাকারাস্তাকরন ও ৪০ বছরের সড়ক বিহীন কাদরব্রিজে করে মিলনঘটাবে ২ ইউনিয়নের। উক্ত সমাবেশে অতিথি বক্তব্য কালে নেতাকর্মী আরো বলেন, জনাব ইজাজুর রহমান রাকিব নিজ উপজেলা ততা নিজগ্রামের উন্নয়নের স্বার্থে কেঁদে কেঁদে লুন্ঠন করে, করজোড়ে হ্মমা প্রার্থনা চেয়ে নৌকা মার্কায় ভোট চায়। উপস্থিত ছিল, বিজয়নগর উপজেলায় আওয়ামী সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ আকাশ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আল মাহমুদ,জনাব নওয়াব মিয়া, আব্দুল মান্নাফ মোঃহাসানুল হক, বুধন্তী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, জনাব পারভেজ মেল্লা, জনাব জসিম, শাহ আলম, মোঃ জুর মিয়া। সর্বশেষ হাফেজ আব্দুর রহমান নাছিরনগরীর দোয়া মোনাজাত ও নিয়াজ বিতরণের মাধ্যমে সমাপ্তি করে।