ডেক্স রিপোট
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি রিয়াজ উদ্দিন জামির নেতৃত্বাধীন
পূর্বতন কমিটির নামফলক অপসারণ এবং সভাপতির শূন্যপদে নির্বাচন নিয়ে তালবাহানায় ক্ষোভ দেখা দিয়েছে ক্লাবের সদস্যদের মধ্যে।
মঙ্গলবার (২২ আগষ্ট) প্রেস ক্লাব কর্মকর্তাদের কাছে দেওয়া এক চিঠিতে ৭ দিনের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা এবং নামফলকটি যথাস্থানে স্থাপনের দাবী জানিয়েছেন ক্লাবের সাবেক কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি গত ৬ ই মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর গত ৬ মাস ধরে সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিঠিতে বলা হয়- প্রেস ক্লাব গঠনতন্ত্রের ৬.৩.ছ (২)সহ অন্যান্য বিধি মোতাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার ৩ মাস অথবা ৯০ দিনের মধ্যে আবশ্যিকভাবে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ করার বিধান রয়েছে। কিন্তু তা না করে গঠনতন্ত্রের নীতিমালাকে অবজ্ঞা ও অবহেলা করে সভাপতির শূন্যপদে নির্বাচন ঘোষণা না করার মাধ্যমে ভারপ্রাপ্ত সভাপতি পদ ব্যবহার করে গত ৩ মাস ধরে অবৈধভাবে সকল কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। চিঠিতে উল্লেখ করা হয়, ২০১২ সালে প্রেস ক্লাব সভাপতি মহিবুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে সভাপতি আল আমিন শাহিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করেন। সভাপতির মৃত্যুর ৯০ দিন অতিবাহিত হওয়ার পূর্ব থেকেই লিখিত এবং মৌখিকভাবে সদস্যরা নির্বাচন দাবি করে আসছেন জানিয়ে চিঠিতে বলা হয়, বর্তমান কমিটির নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে তালবাহানা এবং গঠনতন্ত্র লঙ্ঘন করছেন। তাছাড়া পূর্বতন কমিটি কর্তৃক বাস্তবায়িত ক্লাবের ঐতিহাসিক উন্নয়ন কর্মকান্ডের প্রেক্ষিতে প্রয়াত সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ কমিটির কর্মকর্তাদের ছবিসহ স্থাপিত ফলক অপসারন করারও প্রতিবাদ জানানো হয় চিঠিতে।
তথ্য সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ
পথিক নিউজ/ মো:ইমন