ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সরকারী গণগ্রন্থারের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩০ ও নজরুল জয়ন্তী উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিতি হয়েছে।
১৭ জুন সকাল এগারটাই ব্রাহ্মণবাড়িয়া জেলা গন্থাগারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি ছিলেন, আর্ন্তজাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহা পরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের উপধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়নাল আবেদীন,ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাইফুর ইসলাম লিমন।
কবি মনিরুল ইসলাম শ্রাবণ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন লোক সাহিত্য গবেষক জহিরুল ইসলাম স্বপ্ন ও সাবেরা সোবাহান স্কুল এর অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আব্দুর রহিম প্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ বেসরকারী গ্রণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ এখলাছউর রহমান,রাশেদুল্লাহ গণগ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা কবি রাশেদুল্লাহ তুষার সহ অন্যান্যরা।
আলোচনা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।