ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

লেখক: Md Emon
প্রকাশ: ১ বছর আগে

ব্রাহ্মণবাড়িয়া নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মো. মনির নামে (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির দরুইন গ্রামের মো. বশির মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পাওয়ারট্রলি চালক বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দরুইন এলাকার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধির গেট বরাবর রাস্তা দিয়ে মনির রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শী আসাদুল ইসলাম নামে স্থানীয় এক যুবক জানান, পাশাপাশি ডাবল রেললাইন দিয়ে একই সময় দুটি ট্রেন দুদিকে যাচ্ছিল। মনির একটি রেললাইন দেখেশুনে পার হলেও অপর রেললাইনে ওঠামাত্রই ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, অসতর্কভাবে রেললাইন পার হতে গিয়েই ট্রেনের নিচে কাটা পড়ে মনির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পথিক নিউজ/ মো:ইমন