ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুস্তক প্রতিনিধি সমন্বয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুস্তক প্রতিনিধি সমন্বয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে।আজ সকাল থেকে বেলা ২ টা পর্যন্ত একনাগারে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।এতে ৪২জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।শুধু মাত্র একটি পদে তিনজন প্রার্থী প্রতিদন্দিতা করেন।প্রাথীরা হলেন (পুথি নিলয় পাবলিকেশন) মিজানুর রহমান প্রতীক কাঠাল, ( পানজেরী পাবলিকেশন) সুরুজ্জামান প্রতীক আম, (ক্যাপটেন পাবলিকেশনের) মাহমুদুর রহমান শামীম প্রতীক আনারস।৪২ জন ভোটারের মধ্যে ৪০জন ভোট প্রদান করেছেন।নির্বাচনে মিজান কাঠাল প্রতীকে ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদন্দি সুরুজ্জামান ১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লেকসার পাবলিকেশনের সামির উদ্দিন, প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দিকদর্শন পাবলিকেশনের পরিতোষ তালুকার অনিক ও সহকারী প্রিসাইডিং অফিসার পানজেরী পাবলিকেশনের জয়নাল আবেদীন,পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন পুস্তক মালিক সমিতির পরিদর্শক শরীফ আহমেদ।আজ আনন্দঘন পরিবেশে তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়।এর আগে সভাপতি পদে তাদের একক প্রর্থী থাকায় বিনা প্রতিদন্দিতা হাসান বুক ডিপোর মোঃ আব্বাস উদ্দিনকে সভাপতি পদে মনোনীত করেন।এ নির্বাচন দেখতে আসেন জেলা পুস্তক সমিতির সভাপতি মনিনুল আলম বাবু,সাধারন সম্পাদক সাবের আহম্মেদ।নির্বাচন শেষে সকল ভোটারদের উপস্হিতিতে ফলাফল ঘোষনা করা হয়।

জাকির হোসাইন জিকু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *