W3Schools.com  

ভাল্লুক দেখা মাত্রই বাঘ যেন ভিজে বিড়াল!

লেখক: Md Emon
প্রকাশ: ১১ মাস আগে

অনলাই ডেক্স

জঙ্গলে বাঘও ছিল। ছিল ভাল্লুকও। তারপরে কী হতে পারে বলুন তো! ভয়ঙ্কর লড়াইয়ের কথা ভাবছেন! না, তা কিন্তু হয়নি। একটি ভাল্লুক এবং একটি বাঘ সামনাসামনি চলে এসেছিল। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই দেশেরই কোনও এক জঙ্গলের ভিডিয়ো সেটি। ভাল্লুকটিকে দেখা মাত্রই অদ্ভুত প্রতিক্রিয়া দেখাতে থাকে বাঘটি। হঠাৎই যেন সে ভেজা বিড়াল হয়ে যায়। তবে জঙ্গলের এমনতর দৃশ্য সাধারণত দেখা যায় না। কারণ, ভাল্লুকটিকে দেখার পরেই বাঘটির এহেন প্রতিক্রিয়া আপনি আগে কখনও দেখেননি।

জঙ্গল সাফারিতে গিয়ে কোনও এক পর্যটক এই ভিডিয়োটি ক্যাপচার করেছেন। ভিডিয়োতে দেখা গেল, বাঘের পিছু-পিছু হাঁটছে একটি ভাল্লুক। বাঘটিও বুঝতে পারে তার পিছনে কেউ আসছে। ঘুরে দেখে সেটি একটি ভাল্লুক। এদিকে বাঘটিকে দেখা মাত্র ভাল্লুকটিও উঠে পড়ে।

পথিক নিউজ/ মো:ইমন