জাহাজ খেয়ে ফেলছে ব্যাক্টেরিয়া, সমুদ্রের অতলে ভ্যানিশ হওয়ার পথে টাইটানিক

লেখক: Md Emon
প্রকাশ: ৮ মাস আগে

ডেক্স রিপোট

১৯১২ সালে হীমশৈলের সঙ্গে ধাক্কায় ডুবে যায় তৎকালীন বিশ্বের বৃহত্তম ও বিলাশবহুল যাত্রীবাহী জাহাজ টাইটানিক

তারপর থেকে দীর্ঘ ১১১ বছর ধরে অতলান্তিক মহাসাগরের পৃষ্ঠ থেকে সাড়ে ১২ হাজার ফুট (৩৮০০ মিটার) গভীরে পড়ে রয়েছে এই জাহাজের ধ্বংসাবশেষ।

বেশ কয়েক বছর ধরে বিশেষ সাবমেরিনে চড়ে টাইটানিকের ধ্বংসাবশেষ ঘুরে দেখতে অতলান্তিক মহাসাগরে ডুব দেন অসংখ্য পর্যটক।

তবে আর বছর সাতেকের মধ্যে হয়তো টাইটানিকের ধ্বংসাবশেষও সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। কারণ, অতলান্তিক মহাসাগরের গভীরে বসবাসকারী এক ‘রাক্ষুসে’

যে গতিতে এই ব্যাকটেরিয়া টাইটানিকের ধ্বংসাবশেষ গ্রাস করছে, তাতে বিজ্ঞানীদের আশঙ্কা ২০৩০ সালের মধ্যেই সম্পূর্ণ নিশ্চিহ্ন হতে পারে এর ধ্বংসাবশেষ!

টাইটানিকের মরচে পড়া লোহাই এই ব্যাকটেরিয়ার প্রধান খাদ্য। জাহাজের ধ্বংসাবশেষে মরচে পড়া লোহা খেয়েই বেঁচে থাকে এই ব্যাকটেরিয়া। তাই এই ব্যাকটেরিয়ার

যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ অতলান্তিক মহাসাগরের পৃষ্ঠ থেকে সাড়ে ১২ হাজার ফুট (৩৮০০ মিটার) গভীরে যেখানে পড়ে রয়েছে, সেখানে জলের লবণাক্ততা ৩.৫ শতাংশ। 

তাই বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে জাহাজের ধ্বংসাবশেষ শেষ পর্যন্ত মহাসাগরের গভীরে অদৃশ্য হয়ে যাবে। কিন্তু তা যে এত তাড়াতাড়ি হবে, তা একেবারেই ভাবেননি…

পথিক নিউজ/ মো: ইমন