মা হারালেন গায়ক কাজী শুভ

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

শ্রোতাপ্রিয় গায়ক কাজী শুভর মা ফাতেমা খাতুন মারা গেছেন। রোববার (০৩ মার্চ) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

জানা গেছে, বরিশালের গৌরনদীর দক্ষিণ বিজয়পুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে কাজী শুভর মাকে।

 

বিজ্ঞাপন

 

এদিকে কাজী শুভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘মা’ আর নাই’।

 

কাজী শুভ নিজস্ব গায়কীর ব্যতিক্রমী ঢং আর সুরের জাদুতে মুগ্ধ করেছেন বাংলা গানের শ্রোতাদের। আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরণ।

 

বিজ্ঞাপন

 

‘ও সোনা বউ শুনছনি’, ‘মন পাজর’, ‘রসিক আমার’ গানের জন্য শ্রোতাপ্রিয়তা পেয়েছেন এই গায়ক।

ইমি/পথিক নিউজ