বলিউড শীর্ষ পাঁচ

লেখক:
প্রকাশ: ২ মাস আগে

১. দাঙ্গে। ২. কুসুম কব বিয়া। ৩. কাগজ ২।

৪. লাপাতা লেডিজ। ৫. ছোটে নবাব।

 

 

 

 

 

দাঙ্গে

বিজয় নাম্বিয়ার পরিচালিত ড্রামা ফিল্ম। ‘রিফ্লেকশন’ (২০০৫), ‘শয়তান’ (২০১১), ‘ডেভিড’ (২০১৩), ‘ওয়াজির’ (২০১৬), ‘সোলো’ (২০১৭), ‘ফ্লিপ’ (২০১৯), ‘তাইশ’ (২০২০), ‘নবরসা’ (২০২১), ‘দ্য ফেইম গেম’ (২০২২), ‘সুইট কারাম কফি’ (২০২৩) এবং ‘কালা’ (২০২৩) নাম্বিয়ার পরিচালিত ফিল্ম। মেডিকেল কলেজের এক উৎসবকে ঘিরে একসময়ের দুই বন্ধুর বিরোধ নিয়ে গল্প। জেভিয়ার ওরফে জি (হর্ষবর্ধন রানে) এবং তার বান্ধবী ঋষিকা (নিকিতা দত্ত) কলেজে এক ধরণের মাদকের ব্যবসা করে। তারা কিছু শিক্ষার্থীকে বুঝিয়েছে এই মাদক বিষণœতা দূর করে। জি একসময় তা থিসিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর ঋষিকা মাদকের ব্যবসা নিয়ে আরও ব্যস্ত হয়ে পড়ে। মাদক, গোয়ার মনোমুগ্ধকর পরিবেশ সৈকত আর পর্যটন নিয়ে এক কাহিনী নয়। কাহিনী দুই সাবেক বন্ধুর বিবাদ নিয়ে। এক দিকে জি আর তার জুনিয়র যুবার (ইহান ভাট) বিরোধের কথা কলেজের সবার জানা পাশাপাশি আরেক বিরোধ জমে ওঠে কলেজের সংসদ নির্বাচন নিয়ে। জিএস পদের জন্য একদিকে ছাত্রনেত্রী গায়ত্রী (টিজে ভানি) অন্যদিকে কলেজ ট্রাস্টির কন্যা সিদ্ধি (জোয়া মোরানি) ‘বিয়ন্ড ২০২০) উৎসবের ফাইনালকে উপলক্ষ করে জমে ওঠে দুই পক্ষের বিবাদ। দুই দল হয়ে যকয় কলেজে। দাঙ্গা হবার উপক্রম হয় কলেজে।

ইমি/পথিক নিউজ